ঢাকার এলেনবাড়িতে সরকারি আবাসনে আঙিনা কৃষি
=======================================
পরিত্যক্ত জমিতে অনন্য কৃষি ভুবন। বানিজ্যিক কোন উদ্দেশ্যে নয় বরং কৃষির প্রতি টান আর সবুজের প্রতি ভালোবাসা থেকেই পদস্থ সরকারি কর্মকর্তাদের এমন উদ্যোগ। ভালো লাগছে, যেকোন তাগিদ থেকেই কৃষিতে তাদের আত্মনিয়োগের এই দৃশ্য দেখে।
কৃষি এখন নানা বৈচিত্র্যে নানা মাত্রায় ধরা দিচ্ছে বিভিন্ন পেশার মানুষের কাছে। একটি প্রশ্নে কোন বিরোধ নেই, টা হচ্ছে আমাদের বিশুদ্ধ নিঃশ্বাস ও খাবার দুটিই অপরিহার্য। এই অপরিহার্যতা নিয়ে আজ সুপ্রতিষ্ঠিত পদস্থ সরকারি কর্মকর্তারা নিজ হাতে কৃষিকাজের যে উদ্যোগ নিয়েছেন টা অনুসরণীয় হতে পারে অনেকের জন্য।
Like and follow Facebook: https://bit.ly/2PLleD8
Subscribe YouTube: http://bit.ly/2wIBg7r
Follow Twitter: https://bit.ly/2r0ZpoU
Follow Instagram: https://bit.ly/2qdPv2S
Follow Linkedin: https://bit.ly/33aq7tk