অদ্ভুত চাষাবাদ কৌশল | Amazing Agriculture Tecniques
#১. ভাসমান সবজি চাষ Floating Plant
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষত বৃহত্তর বরিশালের ৬-৭ মাস পানির নিচে থাকা অঞ্চলে এ চাষপদ্ধতি জনপ্রিয়তা পেয়েছে। এটি মাটির পরিবর্তে পানির উপরে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ করে সবজি উৎপাদনের এটি একটি বিশেষ কৌশল।
#২. ধানক্ষেতে মাছ চাষ:
—————
বাংলাদেশে ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় মানুষের জন্য দানাদার খাদ্য শস্যের চাহিদা মেটাতে ব্যাপক আকারে মাছ চাষ বাড়ানো সম্ভব হচ্ছে না৷ তাই খাল, বিল, নদী, পুকুর, ডোবা প্রভৃতি জলাশয়ের পাশাপাশি ধান ক্ষেতে মাছ চাষ করতে পারলে দেশে পুষ্টির চাহিদা কিছুটা পূরণ হবে এবং অপর দিকে ধানচাষীও লাভবান হবে৷ বছরে অধিকাংশ সময় পানি থাকে বা সেচ সুবিধা আছে এমন নিচু ধানী জমিতে মাছ চাষ করা যেতে পারে৷
#৩.ঘরের ভিতর মাছের চাষ (RAS) ইনডোর ফিশ ফার্মিং
————————————
খাদ্য উৎপাদনের মধ্যে মৎস উৎপাদন একটি অন্যতম আবাদ এর ক্ষেত্র। মাছ চাষের অনেক উপায়ের মধ্যে RAS (রাস ) একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল অল্প জায়গায় অধিক মান সম্মত মাছ উৎপাদন।
#৪.মাটিবিহীন ঘাস চাষ/hydroponics Fodder
——————————–
কোনো রকম মাটির স্পর্শ ছাড়াই উন্নত মানের ঘাস চাষ সম্ভব? তাও আবার মাত্র সাতদিনে! এমনই ঘাস চাষ পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
গম, ভুট্টা ছোলা, খেসারি, ভুট্টা, সয়াবিন, মাষকলাইসহ বিভিন্ন শস্যের অঙ্কুরোদ্গম বীজ ব্যবহার করে খাদ্যটি উৎপাদন করা যায়।
#৪. টবে আলুর চাষ
————–
বাজারে বারোমাসেই আলু কিনতে পাওয়া যায়। কিন্তু যদি তাজা ও ভেজালমুক্ত আলু চান তবে বাড়ির ছাদে কিংবা বারান্দায় আলু চাষ করতে পারবেন।
#৫. বস্তায় আদা চাষ
——————
বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার নেই। অনেকের বাড়িতে এই পদ্ধতিতে চাষাবাদ হয় আবার অনেকেই এই পদ্ধতিতে আদা চাষ করার কথা জানেন না , আবার অতিবৃষ্টি বা বন্যায় ফসল ডুবে নষ্ট হওয়ার ভয়ও নেই।
#৬. বোতলে বা টবে রসুন পেয়াজ চাষ
—————————-
উর্বর মাটি এবং পানি নিষ্কাশন সুবিধাযুক্ত টবে পেঁয়াজ চাষ করতে হবে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য উত্তম। পেঁয়াজ সাধারণত ঠাণ্ডা জলবায়ুর উপযুক্ত ফসল। পেঁয়াজের চাষ শুধু শীতকালেই হয় না এখন বর্ষাকালেও চাষ করা হচ্ছে। মাঝারি আকৃতির টবে বা ১ .৫ লিটার বোতলের গায়ে ২০-২৫টি পিয়াজ চাষ করা সম্ভব।
#৭.টানেল বা সুরঙ্গ খাচায় মুরগি চাষ:
———————
ডিম পুষ্টিকর এবং সর্বদা আমাদের প্রতিদিনের খাবারের অন্তর্ভুক্ত। সর্বাধিক ডিম পেতে যদি আপনি নিজের ফ্রি-রেঞ্জের বা দেশি মুরগি বাড়াতে চান তাহলে টানেল বা সুরঙ্গ খাঁচা পদ্ধতিতে মুরগি চাষ হতে পারে সেরা সমাধান।
Follow Us On:
https://www.facebook.com/AamBanglacha…
https://twitter.com/AAMBANGLA
https://plus.google.com/u/0/+AAMBANGLA
http://www.inshaschool.com/