This site is test for largest Agricultural Open Marketplace in Bangladesh. Connect Vendor and customer directly. Its full free now!
- 10%

pH Meter

0

Usage:
Step 1: Switch moisture/pH/light position
Step 2: Stick the probe into the soil about 4-6 inches
Step 3: Adjust the position of the probe until the pointer on the dial swing slightly
Step 4: After 10 minutes, note moisture/pH/light level in the dial
Step 5: Remove probe from soil and wipe clean after each use
 
Caution:
1. Don’t insert the probe agaist stone or very hard soil in case to damage the probe
2. Please wipe and clean the probe after each time using.
3. Don’t leave the meter in the soil for a long time.
4. Designed for testing soil, don’t use it to test pure water or other liquids.
5. The indicator will not move If the soil is too dry, please water the plant first and test again later.
 
pH Range: 3.5-8 Ph (3.5-6.5 ACIDIC, 7 NEUTRAL, 7-8 ALKALINE)
Moisture Range: 1-10 (1-3 DRY, 4-7 NEUTRAL, 8-10 WET)
Relative Light: 0-2000 lux (0-200 LOW, 200-500LOW+, 500-1000 NEUTRAL, 1000-2000 HIGH)

মাটির pH এর মান পরীক্ষা করার জন্য। মাটি এসিডিক না ক্ষারীয় তা জেনে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া যায়।

pH কি?

সহজ ভাষায় pH হচ্ছে এলকালাইন ও এসিডিকের পরিমাপের একটা পদ্ধতি। pH এর মান ০-১৪ পর্যন্ত হয়। pH এর মান যদি ৭ হয় তাহলে সেটা নিউট্রাল বা নিরপেক্ষ, মাটি এসিডিক ও না, এলকালাইন ও না। ৭ এর নিচে হলে মাটি এসিডিক আর উপরে হলে এলকালাইন বা ক্ষারীয়। উল্লেখ্য, মাটির pH যদি ৫.৫ হয় তাহলে সেটা ৬.৫ এর চেয়ে ১০ গুন এসিডিক। আবার, যদি ৮.৫ হয় তাহলে সেটা ৭.৫ এর চেয়ে ১০ গুন ক্ষারীয় বা এলকালাইন।

pH বেশী এসিডিক বা এলকালাইন হলে মাটিতে থাকা নিউট্রিশন গুলো গাছ গ্রহন করতে পারে না। বেশির ভাগ গাছ pH ৬ – ৭.৫ তে ভালো থাকে। তবে, লেবু জাতীয় গাছ বা Citrus trees এর বেলায় মাটির pH এর মান ৫.৫-৬.৫ এর ভেতর হতে হবে। বা সহজ ভাবে বলতে গেলে, বেশি এসিডিক বা বেশি এলকালাইন হতে পারবে না। মাঝামাঝি পর্যায়ে থাকতে হবে ভালো ফলনের জন্য।

টবের বাগান বিলাস গাছে ফুল আসে না, এজালিয়ার পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছ মারা যাচ্ছে, এমন অভিযোগ অনেকেরই আছে। এই গাছ গুলোর জন্য হালকা এসিডিক মাটি বা pH এর মান ৫.৫-৬ প্রয়োজন।

pH এর মান পরিবর্তনঃ

এসিডিক মাটিকে নিউট্রাল বা এলকালাইন করবেন যেভাবেঃ

যে কোন কম্পোস্ট এসিডিক হয়ে থাকে। মাটির সাথে দরকার অনুযায়ী কম/বেশি পরিমানে কম্পোস্ট মিশিয়ে নিলে এসিডিক মাটিকে নিউট্রাল বা এলকালাইনের মান বাড়িয়ে নিতে পারবেন। আমাদের ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট মাটির সাথে মেশালে সহজেই pH এর মান পরিবর্তন করে নিতে পারবেন।

এলকালাইন মাটিকে এসিডিক করবেন যেভাবেঃ

৫ লিটার পানিতে ২ চামচ ভিনেগার মিশিয়ে মাটিতে দিয়ে দিলে মাটির pH এর মান কমে এসিডিক হবে।

ব্যাবহার পদ্ধতিঃ

# মাটি কিছুটা ভেজা থাকতে হবে। শুকনো হলে পানি দিয়ে নিন।

# সুইচ সেট করে নিন কোনটা চেক করবেন।

# pH মিটারের দন্ড দুটো মাটির নিচে ৫ ইঞ্চির মতো প্রবেশ করান।

# ইন্ডিকেটর পরিবর্তন না হলে অন্য স্থানে চেক করুন।

# ১০ মিনিট পর নোট করে নিন মাটির moisture/pH/light লেভেল।

# নোট নেয়ার পর মাটি থেকে মিটার তুলে ভালো করে মুছে পরিস্কার করে রাখুন।

সাবধানতাঃ

# শক্ত মাটি বা পাথুরে মাটিতে পরীক্ষা করবেন না।

# প্রতিবার ব্যাবহারের পর ভালো মতো পরিস্কার করে মুছে রাখুন।

# মাটিতে দীর্ঘ সময় পুতে রাখবেন না।

# এই pH Meter মাটি পরীক্ষার জন্য তৈরি। পানি বা অন্য কোন লিকুইড পরীক্ষা করবেন না।

# মাটি শুকনো হলে মিটার কাজ করবে না, ব্যাবহারের আগে পানি দিয়ে নিন।

Original price was: 600.00৳ .Current price is: 540.00৳ .

বিঃ দ্রঃপণ্যের দামের সাথে ডেলিভারি চার্জ যোগ হতে পারে। বিক্রেতার ফোন নম্বর (10AM-5PM) :
Published on: February 20, 2020
  Ask a Question
SKU: b5f0071193da Categories: , Tag:
No more offers for this product!

General Inquiries

There are no inquiries yet.

KrishiMela
Logo
Register New Account
Shopping cart