400.00৳
সাইকাস বৃত্তান্ত: সাইকাসের বৈজ্ঞানিক নাম: Cycas pectinata.
এর জগৎ: Plantae; শ্রেণী: Cycadopsida; পরিবার: Cycadaceae; গোত্র: Cycas; প্রজাতি: C. revoluta.
সাইকাস মূলত একটি অপুষ্পক উদ্ভিদ। দেখতে প্রায় তাল, নারকেল,খেজুর বা পাম গাছের মতই। একেকটি গাছ মাটি,পানি,পারিপার্শ্বিক পরিবেশ ভেদে ৫ থেকে ১৫ ফুটের মত লম্বা হতে দেখা যায়।
এই গাছ পুর্ণ বয়স্ক হলে তার ঠিক মাথার মধ্যে গোলাকার,দৃষ্টি নন্দন মোচা বের হয়। বের হবার শুরুর দিকে একে ফুল বলে মনে হতে পারে;কিন্তু আদতে তা ফুল নয়। আবার ফলও নয়। ফুলের মতই অসংখ্য নরম সুন্দর সুন্দর স্পোর টিস্যু কেকের মত ভাঁজে ভাঁজে সাজানো থাকে। এই স্পোর গুলোই পর্যায়ক্রমে কচি কচি পাতা হিসেবে আবির্ভূত হয়।
পরবর্তিতে তা সাইকাস গাছের পাতা হিসেবে পরিপুষ্টতা লাভ করে। কিন্তু এটা বের হলে প্রথম দর্শনেই যে কারও কাছে ফুল বলেই মনে হবে।
সাইকাসের অনেক গুলো প্রজাতি দেখা যায়। কিছু প্রজাতিতে বছরে একবার এই ফুল সদৃশ্য মোচা বের হতে দেখা যায়। আবার কিছু কিছু প্রজাতির মাঝে কয়েক বছর পরপর দেখা যায়। সাধারণত আমাদের দেশে শরৎ কালেই এই স্পোর বের হতে দেখা যায়।
যে গাছটি থেকে এই ছবি গুলো তুলেছি তার বয়স আট থেকে নয় বছর। এই অফিসের একজন কর্মকর্তা জানালেন-চার/পাঁচ বছর থেকে এই গাছটিতে এমন ফুল বের হচ্ছে।
সাইকাসের আদিনিবাস জাপান হলেও আমাদের দেশে প্রচুর সাইকাস দেখা যায়। নানান জাতের বৃক্ষ নিজের সংগ্রহে রাখতে পছন্দ করেন এমন সৌখিন বৃক্ষপ্রেমিরা নিজ নিজ বাড়ির বা অফিসের সামনের রাস্তায়,বাড়িতে ঢোকার সদর দরজার দুই পাশে, বাগানে, সৌন্দর্য বৃদ্ধির জন্য সাইকাস রোপন করে থাকেন।
জাপান থেকে পর্যায়ক্রমে সারা পৃথিবীতেই বৃক্ষপ্রেমিদের হাত ধরে সাইকাস ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।
General Inquiries
There are no inquiries yet.