ধান মাড়াই মেশিন ইঞ্জিল চালিত (স্টিল বডি)
ধান মাড়াই মেশিন ইঞ্জিল চালিত (স্টিল বডি) বৈশিষ্ট্যঃ* ২৪ কাটা ।* মেশিন এর ওজন = ৫০ কেজি ।* মেইড ইন = বাংলাদেশী ।দৌর্ঘ্য = ৩ ফিট ।*স্টীল ।
9,000.00৳
ধান মাড়াই মেশিন ইঞ্জিল চালিত (স্টিল বডি)
- বৈশিষ্ট্যঃ
* ২৪ কাটা ।
* মেশিন এর ওজন = ৫০ কেজি ।
* মেইড ইন = বাংলাদেশী ।
দৌর্ঘ্য = ৩ ফিট ।
*স্টীল ।
সুবিধাঃ
১। এই মেশিন দিয়ে খুব সহজেই ধান মাড়াই করতে পারবেন ।
২। স্পেয়ার পার্টস সহজেই পাওয়া যায়।
৩। ঘন্টায় প্রায় ৩-৪ মন ধান মাড়াই করা যায় । মেশিনে ৩-৪ জন লোক কাজ করে। দুজন মেশিনে আর দুজন ধানের আঁটি মাড়াই মেশিনে দিয়ে থাকে। উপর দিয়ে অনেক দুরে পড়ে যায় খড়, আর নিচে ধান মাড়াই হয়ে ফ্যানে বাতাস দিয়ে আবর্জনা পরিস্কার হয়ে ধান বস্তায় তোলা হয়। সময় শ্রম ও অর্থনৈতিক সাশ্রয়ে গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় সর্বত্র স্থানীয় কৃষকরা আধুনিক পদ্ধতি ধান মাড়াই মেশিনের মাধ্যমে ধান মাড়াই করছেন।প্রতিবিঘা জমি ধান মাড়াই করতে মেশিন মালিককে দিতে হচ্ছে ৭শ টাকা। আধুনিক মেশিনের ব্যাপক চাহিদা থাকায় আগ থেকেই মেশিন মালিকদের সাথে যোগাযোগ করতে হয় বলে স্থানীয় কৃষকরা জানায়। কৃষক মো. আলম খাঁ বলেন, হাইভেস্টার অটো মেশিন ছাড়া অন্য মেশিন দিয়ে ১ বিঘা ধান মাড়াই করতে ২ঘন্টা সময় লেগে যায়।
তাছাড়া ধান জমানো,খড় আবর্জনা পরিস্কার করতে শ্রমিকের প্রয়োজন হয়। এতে অনেক সময় ব্যয় হয়। কিন্তু আধুনিক মেশিনের মাধ্যমে প্রতিবিঘা জমি ১৫-২০ মিনিটেই ধান মাড়াই কাজ শেষ হয়। এতে নিজেদের বা কোন শ্রমিকের প্রয়োজন হয় না। মো. সবুজ মিয়া বলেন, এক দিকে শ্রমিক সংকট, অন্য দিকে ধান মাড়ায়ে অতিরিক্ত খরচ হয়। তাই দ্রুততার সাথে আধুনিক মেশিনের মাধ্যমে ধান মাড়াই করাতে পারায় তিনি খুবই খুশি বলে জানায়।
কৃষক খোরশেদ মিয়া বলেন , এমৌসুমে ৮ বিঘা জমিতে ইরি-বোরো ধান আবাদ করা হয়। ধান কাটা শুরু হয়েছে। সময় কম লাগা ও পরিশ্রম না থাকায় আধুনিক মেশিনের মাধ্যমে ধান মাড়াই কাজ করবে বলে জানায়। মেশিন মালিক মো. শাহআলম জানায়, এ মৌসুমে ধান মাড়াই মেশিনের ভাল চাহিদা রয়েছে। প্রতিদিন ১৫-২০ বিঘা জমির ধান মাড়াই করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্ত মো: মো.একরাম হোসেন পিবিএকে বলেন, আবহাওয়া অনুকুল ও পরিচর্যার কারনে চলতি মৌসুমে উপজেলায় ইরি- বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পৌর শহরসহ উপজেলার সর্বত্রই পুরুদমে ধান কাটা শুরু হয়েছে। কৃষি কাজে শ্রম সময় ও অর্থনৈতিক সাশ্রয় করতে স্থানীয় কৃষকরা আধুনিক যন্ত্রের ব্যবহার করছেন বলে জানায়।
General Inquiries
There are no inquiries yet.