হাঁস পালনে প্রবাসী উদ্যোক্তা কিভাবে ৫০০০ হাঁসের ঘড় নির্মাণ করলেন–কৃষি প্রতিদিন–পর্ব-223
————————————————————————————
সালাম হাঁসের খামার এন্ড হ্যাচারী
প্রোপাইটর- মোঃ সালাম মিয়া,
কুঠুরীকোনা, মদন, নেত্রকোনা।
ইমু-01766-624295, মোবাইল-01942-181164, 01728-249803
খামারী:-ভাই ভাই হাঁসের খামার
ঠিকানা : চারিগাঁও(প্রাইমারি স্কুল)সংলগ্ন, আরাইহাজার, নারায়নগঞ্জ
তিনি প্রায় ১৫ বছর কুয়েতে চাকরি করার পর দেশে ফিরে সাথে তার ভাইকে নিয়ে হাঁসের খামার দেওয়ার সিদ্ধাস্ত নেন। সেই মোতাবেক ৫০০০ হাঁসের বাচ্চা পালনে ৩,৬০০ স্কয়ার ফিটের ১টি হাঁসের ঘড় নির্মাণ করেন। ঘড় তৈরী হওয়ার পর তিনি সালাম হাঁসের খামার এন্ড হ্যাচারী থেকে ৫০০০ হাঁসের বাচ্চা ক্রয় করেন। বর্তমানে তার এই হাঁসের বয়স ১৯ দিন। তাহলে আসুন দেখি তারা দুই ভাই ট্রেনিং ছাড়া কিভাবে হাঁসের ঘড় তৈরী করলেন তা তাদের মুখ থেকে শুনি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরুধ করছি। বাকী তথ্য ভিডিওতে……..
(বিঃদ্রঃ-আপনারা নিজে গিয়ে দেখে শুনে ও বুঝে হাঁস ক্রয় করুন, আপনার লেনদেনে চ্যানেল কর্তৃপক্ষ কোন ভাবে জরিত নয়।)
—————————————————————————————
—–:: কৃষি প্রতিদিন হলো কৃষি প্রতিবেদন মূলক ইউটিউব চ্যানেল ::—–
উপস্থাপনা ও পরিচালক মোঃ রানা হামিদ।
ক্যামেরাম্যান ও সার্বিক সহযোগিতায় : মোঃ এনামুল হক
—————————————————————————————
কৃষি সম্পর্কিত আপনার আশে-পাশে, ছোট-বড় যে কোন সফলতার গল্প, YouTube এর মাধ্যমে সমাজের মাঝে তুলে ধরার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।আপনি বাংলাদেশের যেকোন জেলায় থাকুন না কেন, আমরা ছুটে যাবো আপনার কাছে।
ঠিকানা : কৃষি প্রতিদিন, মোবাইল : 01611 169 363.
—————————————————————————————
YouTube Channel : www.youtube.com/krishiprotidin
Facebook : https://web.facebook.com/Krishi.Proti…
#কৃষিপ্রতিদিন, #KrishiProtidin, #YouTube,
—————————————————————————————
কৃষি প্রতিদিন চ্যানেটি Subscribe করে সাথে থাকুন। আমাদের চ্যানেলের ভিডিও গুলো ভাল লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।