(কৃষি ও কৃষকের গল্প)….. মৌমাছি পালন
ফুলে ফুলে ঘুরে বেড়ানোর সময় মৌমাছিরা তাদের পা এবং বুকের লোমের ফুলের অসংখ্য পরাগরেণু বয়ে বেড়ায়। এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়লে পরাগায়ন ঘটে, যার ফলশ্রুতিতে উৎপন্ন হয় ফল। এভাবে মৌমাছিরা পরাগায়নের মাধ্যমে হিসাবে কাজ করে ফল ও ফসলের উৎপাদন বাড়ায়। বিশেষ মৌসুমে যখন কোনো বাগান বা ফসলের ক্ষেতে প্রচুর ফুল ফোনে তখন মৌমাছিসহ বাঙ্টিকে সেখানে স্থানান্তর করলে একদিকে প্রচুর মদু সঙ্গৃহীত হবে, অন্যদিকে ফল বা ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে।
01708021214
সরিষা ক্ষেতে মৌমাছি থাকলে তা স্বাভাবিকের চেয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ ফলন বাড়ে। এতে সরিষার ফুলে মৌমাছি যে পরাগায়ন ঘটায় তাতে সরিষার দানা ভালো হয় এবং ফলনও বাড়ে। যে সরিষা ক্ষেতে মৌমাছি নেই সেখানে সরিষার ফলন কম হয়। সরিষা ক্ষেতে মধুর খামার গড়ে তোলার জন্য সব সময় কৃষককে উৎসাহ দেই। এর ফলে কৃষক দুদিক থেকে লাভবান হয়। একদিকে সরিষা থেকে যে মধু পাওয়া যাবে তা বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান অন্যদিকে সরিষা ক্ষেতে মৌমাছি থাকায় সরিষার ফলন বেশি।
একটি মৌচাকে বা পরিবারে তিন শ্রেণীর মৌমাছি থাকে, যথা: (১) রাণী, (২) পুরুষ ও (৩) শ্রমিক মৌমাছি।
কিভাবে গাভী পালন শুরু কোরবেন… https://youtu.be/MI9myK3GYvU
প্রথম পুকুরে একুরিয়াম মাছ চাষ… https://youtu.be/WnvkUuIuWKY
সাতক্ষীরার ইকো-ট্যুরিজমে পর্যটকের ভিড়..https://youtu.be/1QQgc2geYzA
১ কাঠা জমিতে মাত্র ৩ হাজার টাকায় শৈল মাছ চাষ করা সম্ভব… https://youtu.be/F3LkZlJ5c6c
School of Tree… https://youtu.be/FmpbQBqQ9N4
শীত কালীন টমেটো চাষ…https://youtu.be/6Xh2zSxhT74
Subscribe ……. https://www.youtube.com/channel/UCzhZ…
Facebook}}} https://www.facebook.com/MD-Rahat-Raj…
You tube}}} https://www.youtube.com/channel/UCzhZ…
Share This Video…. https://youtu.be/GhMq0XT-hqo