নারিকেল গাছ সাধারণত ২ প্রকার। লম্বা ও খাটো। বাংলাদেশে প্রায় সব গাছই লম্বা ধরনের। নতুন করে সরকার খাটো জাতের নারিকেল গাছের আবাদ শুরু করেছে। ভিয়েতনাম থেকে বর্তমানে যে ২টি জাত আনা হয়েছে। ডুয়া জিয়াম জাং এবং ডুয়া জিয়াম লাক (সিয়াম গ্রীণ এবং সিয়াম ব্লু জাত)। প্রতিটি জাতের গাছে ২০০-২৫০টি নারিকেল হয়।
তাই আমি আজকে আপনাদের কে দেখাব কি ভাবে এই ভিয়েতনামের খাটো জাতের হাইব্রিড নারিকেল চারা রূপন করতে হয়।
খাটো জাতের নারিকেল চাষ
হাইব্রিড নারিকেল চারা কোথায় পাওয়া যায়
ভিয়েতনাম নারিকেল গাছ
হাইব্রিড নারিকেল চারার দাম
ভিয়েতনাম নারিকেল চাষ
কেরালা নারিকেল
খাটো জাতের নারিকেল গাছ