#ক্ষেত_খামার
আমার ফেসবুক আইডি https://www.facebook.com/emran.ali.31…
পানগাছের গোড়া পচন ধরলে যা করতে হবে তা হল,প্রথমে ৭২ ডব্লিউ পি নামে বাজারে অনেক ছত্রাক নাশক রয়েছে যেমন, রিডোমিল,করমিল, এগবেন ইত্যাদি এর সাথে কপার অক্সিক্লোরাইড +২.৫ ইসি কীটনাশক এক সাথে মিশিয়ে পান গাছের গোড়ায় স্প্রে করতে হবে। পর দিন রিভার্স নামক একটা ছত্রাক নাশক +ডিফেন্স নামক আরেক টা ছত্রাক নাশক এক সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। তার পরদিন এবামেকটিন বেনজয়েট+ইমিডা ক্লোরোপিড একসাথে মিশিয়ে পানেপাতায় স্প্রে করতে হবে। এরপর যা করতে হবে, আপনার পান বরজের জমিতে যদি পানি জমে তা সঠিকভাবে নি্স্কাসনের ব্যবস্থা করতে হবে। সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে আপনি যতই কীটনাশক ব্যবহার করেন তাতে কোন লাভ হবে না এরপর যদি গোড়া পচে থেমে যায় তারপর কিছু পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হবে সেই সার গুলো হচ্ছে কাঠাপ্রতি 2 কেজি টিএসপি বাংলাদেশ বাংলাদেশি টিএসপি তার সাথে মেনকোজেব পাউডার মিশিয়ে সার গুলো প্রয়োগ করতে হবে মনে রাখবেন পান গাছের গোড়ায় যেন না যায় এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন অবশ্যই সুফল পাবেন।এখন পান বরজের চালে খড় দিয়ে ছায়া করে দিন। এতে পানের গ্রোথ কমবে না। আর ১৫দিন পর পর সাইমোক্সালিন ৭২+সালকক্স পাউডার ভাল ভাবে মিশিয়ে পান পাতায় স্প্রে করুন।