ইউরোপের সর্বপশ্চিমের দেশ পর্তুগাল শিল্প ও কৃষি দুদিকেই সমান অগ্রসরমান। প্রচুর পরিমাণ গম, ধান, সবুজ সবজি আবাদ হয় এখানে। রয়েছে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানির বিশাল বাণিজ্য। এখানে বাঙালি প্রবাসি দিনের পর দিন বাড়লেও কৃষিতে বিনিয়োগ বা কৃষি উদ্যোগের প্রশ্নে হুমায়ূন কবীর জাহাঙ্গীর অগ্রগামী। তিনি এখানকার কৃষি বাণিজ্যের প্রবণতা বুঝেই স্বপ্ন দেখেছেন সমন্বিত খামারের। সবকিছু জানাবোঝার জন্য পর্তুগালে তিনি কৃষি ব্যবস্থাপনা বিষয়ে একটি কোর্সও সম্পন্ন করেছেন। তারপরেই কৃষি আবাদ অধ্যুষিত লওরিনা এলাকায় চার হেক্টর জায়গায় খামার গড়ে তুলেছেন। চলুন দেখে আসি পর্তুগালে জাহাঙ্গীরের সমন্বিত কৃষি খামার।
https://facebook.com/shykhserajbangla…
https://youtube.com/shykhseraj
https://twitter.com/shykhseraj
https://linkedin.com/in/shykhseraj
https://plus.google.com/+shykhseraj
integrated farming jahangir চ্যানেল আই বাংলা channel i খবর বাংলাদেশ programme