ড্রিপ ইরিগেশন সিস্টেম সেচ দেয়ার জন্য সহজ এটি প্রক্রিয়া। পানির মুল টিউব থেকে ছোট ছোট ছিদ্র করে কানেক্টর ব্যবহার করে সাব টিউব ব্যবহার করে গাছের গোড়ায় একটি ড্রিপার সেট করা হয়। এই ড্রিপার দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে ফোঁটা ফোঁটা সেচ দিতে থাকে।
ড্রিপ ইরিগেশন সিস্টেম এর ব্যবহার ক্ষেত্রঃ
• ছাদ বাগান ও ব্যালকনি বাগান
• ইনডোর গার্ডেন
• পলিহাউজ ও গ্রীনহাউজ বাগান
• হাইড্রোপনিক বাগান
• মাঠ বাগান
• সবজি বাগান
• রাস্তা ও লন বাগান
ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার করার সুবিধাঃ
• পানির সাশ্রয়- পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ড্রিপ ইরিগেশন সিস্টেম ৩০-৫০% পানি সাশ্রয় করে বা অপচয় রোধ করে।
• গাছের বৃদ্ধি- অল্প পরিমান পানি দীর্ঘ সময় ধরে গাছের গোড়ায় সেচ দেয়া হচ্ছে গাছ বৃদ্ধির আদর্শ পদ্ধতি। ড্রিপ ইরিগেশন সিস্টেম গাছে সেচ দেয়ার সময় বৃদ্ধি করে, মাটির ক্ষয় রোধ করে এবং পুষ্টি বন্টনে সহযোগিতা করে। এছাড়াও ফোঁটা ফোঁটা সেচ দেয়ার ফলে গাছের শিকড়ের গভীরে পানি প্রবেশ করে।
• আগাছা নিয়ন্ত্রণ- যখন প্রয়োজন শুধু মাত্র তখন গাছের গোড়ায় সেচ দেয়া হয় ফলে অতিরিক্ত কোন আগাছা জন্মে না।
• সময় নিয়ন্ত্রণ- অটোমেটিক টাইমার ও কন্ট্রোলার ব্যবহার করার মাধম্যে ঠিক সময়ে গাছের গোড়ায় পানি পৌঁছে দেওয়া যায়। আবার নির্দিষ্ট সময়ে সেচের সময় বৃষ্টি হলে অটোমেটিক সেচ বন্ধ হয়ে যায়।
• ছত্রাক নিয়ন্ত্রণ- দ্রুত গাছের বৃদ্ধিতে ছত্রাক জনিত রোগ প্রতিরোধ করে কারন বেশিরভাগ ছত্রাক গাছের ভেজা পাতার মাধ্যমে ছড়িয়ে পড়ে।
• ব্যবহার ও সংযোজন- ড্রিপ ইরিগেশন সিস্টেম এর ব্যবহার প্রক্রিয়া অনেক সহজ। বাগানের পরিবর্তন এর প্রয়োজন অনুসারে এই সিস্টেম ব্যবহার কে সংযোজন ও পরিবর্ধন করা যায়।
ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহারের প্রথম ধাপঃ
• প্রথমে পরিমাপ করুন আপনার বাগানে কতগুলো ড্রিপার (সাপোর্ট হোল্ডার সহ বা ছাড়া) লাগবে।
• মেইন টিউব থেকে আপনার গাছের দূরত্ব অনুযায়ী কতটুকু সাব টিউব লাগবে।
• মেইন টিউব থেকে সাব টিউব কানেক্ট করতে কতগুলো কানেক্টর দরকার হবে।
• আপনার বাগানের পরিমাপ অনুযায়ী গাছের সারি, গাছ থেকে গাছের দূরত্ব অনুযায়ী কতটুকু মেইন টিউব প্রয়োজন হবে।
• টিউব বিভিন্ন পজিশনে স্থাপন করার জন্য কতগুলো টি কানেক্টর, এলবো কানেক্টর প্রয়োজন।
• মেইন টিউব এর শেষ করার জন্য কতগুলো এন্ড লক প্রয়োজন।
ড্রিপ ইরিগেশন সিস্টেমে ব্যবহারিত বস্তুঃ
• ড্রিপার
• সাপোর্ট হোল্ডার
• ৪ এমএম টিউব
• ৪ এমএম কানেক্টর
• ১.৫’ বা ১৫ এমএম টিউব
• ভালব
• টি কানেক্টর
• এলবো কানেক্টর
• এন্ড লক
• ট্যাপ কানেক্টর
• ফিল্টার
• অটোমেটিক টাইমার
ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটাপের কার্যপ্রণালীঃ
• প্রথমে ট্যাপ বা পানির সংযোগের সাথে ট্যাপ কানেক্টর সংযুক্ত করুন৷ ট্যাপ কানেক্টরের সাথে ফিল্টার ও অটোমেটিক টাইমার (অতিরিক্ত) সংযুক্ত করুন।
• মেইন টিউব নির্দিষ্ট স্থানে স্থাপন করুন। তারপর গাছের অবস্থান অনুযায়ী মেইন টিউব পাঞ্চ মেশিন দিয়ে ফুটো করে নিন। টিউবের শেষ প্রান্তে এন্ড লক লাগিয়ে দিন।
• মেইন টিউব থেকে গাছের দূরত্ব অনুযায়ী ৪ এমএম টিউব কেটে নিন৷ টিউবের এক প্রান্তে কানেক্টর অন্য প্রান্তে ড্রিপার সংযোগ করে দিন।
• ৪ এমএম টিউবের যে প্রান্তে কানেক্টর সংযুক্ত সেই কানেক্টরটি মেইন টিউবের ফুটোর সাথে সংযুক্ত করুন।
• ড্রিপ সাপোর্ট হোল্ডার গুলো গাছের গোড়ায় মাটিতে স্থাপন করুন।
ড্রিপারগুলি গাছের গোড়ায় এনে ড্রিপ সাপোর্ট এর সাথে সংযুক্ত করুন।
• টাইমার বা ফিল্টার এর সাথে মেইন টিউব টি সংযুক্ত করুন। টাইমার ব্যবহার না করলে ভালব ব্যবহার করুন।
• টাইমার সেটাপ করুন বা ভালব চালু করে দিন। সেচ দেয়া শুরু করুন।
ইরিগেশন এর সকল সিস্টেম “ড্রিপ ইরিগেশন বিডি” সরবরাহ করে। আপনার পরিকল্পনা আমাদের জানাতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন
অথবা কল করুন-
০১৯০৯৭৪২০৭২
#dripirrigation_com_bd