ঐতিহ্য টিভি
চাকুরী থেকে অবসরপ্রাপ্তরা যখন বিভিন্ন দুশ্চিন্তায় দিশেহারা তখন অল্প পয়সায় বাগান করে গণেশ বাবু সফলতার মুখ দেখেছেন। তুমি চাষ করছেন বিভিন্ন জাতের সবজি। সেই সাথে সেইসাথে লিচু সুপারি এবং ভেষজ উদ্ভিদের চাষ করছেন। তারকৃষি খামারে গবাদিপশু থেকে শুরু করে মাছ চাষ পর্যন্ত করে থাকেন। ব্যাংক কর্মকর্তা গণেশ বাবুর ফাকে বাগান করা। চাকুরীর সময় থেকে অবসর এবং আজ অব্দি এই বাগানের শ্রম দিয়ে যাচ্ছেন।একদিকে যেমন কোনো দুশ্চিন্তা তার কাজ করছে না তেমনি পরিবারের বাড়তি আয়ের এর উৎস তৈরি হচ্ছে। শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। যেমন পাচ্ছেন বাড়ির টাটকা সবজি এমনি হয়েছেন সুস্বাস্থ্যের অধিকারী।দর্শক আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওদের সঙ্গে আমাদের একমাত্র অনুপ্রেরণা।এরকম কৃষি খামার আপনাদের থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কৃষি খামারের প্রতিবেদন তুলে ধরবো।
যন্ত্রসঙ্গীতের সহযোগিতা করেছেন শিল্পী বিধানচন্দ্র রায়। অশেষ কৃতজ্ঞতা এই শিল্পীর প্রতি।
https://m.facebook.com/story.php?stor…
#ঐতিহ্য টিভি#গণেশ বাবু#কৃষি খামার
4,550.00৳
5,100.00৳
4,750.00৳
Published on Apr 23, 2020
We will be happy to hear your thoughts