#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (বলরাম চক্রবর্তী, কোতুলপুর) : গ্রামের কৃষি সমবায়ে মায়ের বকেয়া ঋণ ছিল। তাই প্রমাণ লোপাটের জন্য আচমকা সমবায় অফিসে ঢুকে কম্পিউটার, আসবাব পত্র ভাঙচুরের পাশাপাশি, এক সমবায় কর্মীকে গালিগালাজ ও চরম হেনস্তা করলেন স্থানীয় তৃণমূল নেতা। এমনই অভিযোগ উঠল কোতুলপুরের লাউগ্রাম অঞ্চলের তৃনমূল কনভেনার বাসুদেব হাজরার বিরুদ্ধে।
বাসুদেব বাবু রাজ্যের রাষ্ট্র মন্ত্রী তথা এলাকার বিধায়ক শ্যামল সাঁতরার অনুগামী বলে পরিচিত। তার এই তান্ডবের লাইভ ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় জেলা জুড়ে। এদিকে, স্থানীয় লাউগ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিধান চন্দ্র মন্ডল পুরো ঘটনা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন।
তৃণমূলের অঞ্চল কনভেনারের এই কান্ডে যথেষ্ট বেগ পেতে হচ্ছে শাসক দলকে। জানা গেছে, দলের অন্দরেই এই বাসু বাবুকে তার পদ থেকে সরানোর দাবী জোরাল হচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত দলের উচ্চ নেতৃত্ব কি ব্যবস্থা নেয়? সেদিকেই নজর রয়েছে লাউগ্রাম বাসীর।
#দেখুন ? ভিডিও। ?
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (বলরাম চক্রবর্তী, কোতুলপুর) : গ্রামের কৃষি সমবায়ে মায়ের বকেয়া ঋণ ছিল। তাই প্রমাণ লোপাটের জন্য আচমকা সমবায় অফিসে ঢুকে কম্পিউটার, আসবাব পত্র ভাঙচুরের পাশাপাশি, এক সমবায় কর্মীকে গালিগালাজ ও চরম হেনস্তা করলেন স্থানীয় তৃণমূল নেতা। এমনই অভিযোগ উঠল কোতুলপুরের লাউগ্রাম অঞ্চলের তৃনমূল কনভেনার বাসুদেব হাজরার বিরুদ্ধে।
বাসুদেব বাবু রাজ্যের রাষ্ট্র মন্ত্রী তথা এলাকার বিধায়ক শ্যামল সাঁতরার অনুগামী বলে পরিচিত। তার এই তান্ডবের লাইভ ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় জেলা জুড়ে। এদিকে, স্থানীয় লাউগ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিধান চন্দ্র মন্ডল পুরো ঘটনা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন।
তৃণমূলের অঞ্চল কনভেনারের এই কান্ডে যথেষ্ট বেগ পেতে হচ্ছে শাসক দলকে। জানা গেছে, দলের অন্দরেই এই বাসু বাবুকে তার পদ থেকে সরানোর দাবী জোরাল হচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত দলের উচ্চ নেতৃত্ব কি ব্যবস্থা নেয়? সেদিকেই নজর রয়েছে লাউগ্রাম বাসীর।
#দেখুন ? ভিডিও। ?