[DCAS_shortcode style="0" rating="0" postsperpage="5" columns="3"]
Published on Nov 24, 2017
কৃষি কাজে সঠিক সময় সঠিক তথ্য প্রদানের মাধ্যমে পরিবেশবান্ধব টেকশই কৃষির বিস্তার, এবং একই সাথে কৃষকের অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে ই-ভিলেজ প্রকল্পের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে স্বল্প মুল্যের ই-ভিলেজ সেন্সর ডিভাইস। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গবেষকদের নিরলস প্রচেষ্টায় উদ্ভাবিত এই প্রযুক্তি খুব শিগ্রই ছড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়ের গবেষক প্রফেসর রশীদুল হাসান এবং প্রফেসর ডক্টর মোর্শেদুর রহমানের নেতৃত্বে এই ডিভাইস তৈরি করা হয়েছে, যার সার্বিক সহায়তায় ছিলো অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান CRI